সেনবাগ উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় পুলিশের বাধা

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ , জুন ২৭, ২০২১

মোঃ আমির হোসেন(লিটন), সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় বাধা দিয়েছে পুলিশ প্রশাসন। শনিবার (২৬ জুন) সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলা পরিষদের সামনে ব্যারিকেড দিয়ে এই মতবিনিময় সভায় বাধা দেয়। সকাল থেকেই উপজেলা পরিষদের প্রধান ফটক বন্ধ করে দিয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা, সহকারী পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) শাহ এমরান হোসেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা অতিরিক্ত পুলিশ নিয়ে ভিতরে অবস্থান করেন। সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু জাফর টিপু এমন অভিযোগ করে জানান,গত (২৩ জুন) কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে একটি চিঠি পান। ওই চিঠির আলোকে উপজেলা আআওয়ামীলীগকে শক্তিশালী করতে শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এক পর্যায়ে স্থানীয় এমপির যোগসাজশে উপজেলা প্রশাসন ও সেনবাগ থানা পুলিশ সমাবেশটি করতে দেয়নি। সেনবাগ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নোয়াখালী জেলা করোনা সংক্রমণের দিক থেকে রেড জোনের মধ্যে রয়েছে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা স্থগিত করতে সংশ্লিষ্টদের বলা হয়। তার পরেও তারা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। পরে সভাস্থলের আশেপাশে অবস্থান নিয়ে পুলিশ তাদের মতবিনিময় সভা বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলা আ’লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ বছর থেকে স্থগিত রয়েছে উপজেলা আ’লীগের কমিটি। গত (২৩ জুন) বাংলাদেশ আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অভ্যন্তরীণ কোন্দল নতুন করে প্রকাশ্যে আসে। এই উপজেলায় ৪টি গ্রুপ আলাদা ভাবে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

Loading