উপজেলা পরিষদ নির্বাচন

সুবর্ণচরে জেলা আ”লীগের সভাপতি ও তিনবারের চেয়ারম্যানকে হারালেন এমপি পুত্র

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ , মে ৯, ২০২৪

ইফতেখাইরুল আলম : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলার টানা তিন তিন বারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম চৌধুরীকে হারিয়েছে নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর এমপির পুত্র আতাহার ইশরাক শাবাব চৌধুরী চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়।রাত ১০টা দিকে রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম বলেন, আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস এর প্রতীক নিয়ে  ৩৭ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৬ হাজার ৯৪৫টি ভোট পেয়েছেন।অর্থাৎ আনারস প্রতীক আতাহার ইশরাক শাবাব চৌধুরী ৭০৩ ভোটে বিজয়ী হয়েছেন।

এমপির পুত্র আতাহার ইসরাক শাবাব চৌধুরী বলেন,  মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং  ভোটাররা আমার প্রতি আস্থা রেখেছেন তাই তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকিবো।আমি সুবর্ণচর উপজেলাকে  স্মার্ট ও মডেল উপজেলায় রুপান্তরিত করবো।ভোটের ব্যবধান কম তাই আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়ন কাজ করবো। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমকে নিয়ে এক সাথে উন্নয়ন ও রাজনৈতি করবে এবং পরাজিত প্রার্থীর কর্মীদের সাথে কোন সংঘাত না করার জন্য তার নেতা কর্মীদের শপথ করান এ তরুণ নেতা আতাহার ইসরাক শাবাব চৌধুরী।

Loading