ঢাকা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ধামরাইয়ের মাওলানা শিহাব উদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , মে ১০, ২০২৪

 

ঢাকা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন পাটোয়ারী ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪খ্রী: উপজেলা পর্যায়ে প্রথমে ধামরাই,পরে ঢাকা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ইভেন্টে এই কৃতিত্ব অর্জন করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ২০১৩ সালে অনার্সও ২০১৪ সালে মাস্টার্স কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে একই বিভাগে এম ফিল গবেষণা সম্পন্ন করতে চলেছে।তিনি ২০১৯ সালে নোয়াখালী জেলার সদর উপজেলার “খলিফারহাট হামেদিয়া ফাজিল (ডিগ্রী)মাদ্রাসায় আরবি প্রভাষক পদে এন টি আর সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।তিনি সদ্য নির্বাচিত ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঢাকার ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা ২০২২ সালে একই পদে পুন নিয়োগপ্রাপ্ত হয়ে অসামান্য কৃতিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন বিভাগে কর্মরত আছেন।তিনি আরবি সাহিত্যের উৎকর্ষ সাধনে নানামুখী উদ্যোগ গ্রহন করেন।২০২২ সালে আরবি রচনায় শ্রেষ্ঠত্য অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার প্রাপ্ত হন।তিনি নোয়াখালী জেলার সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা জনাব আবু তাহের ও মৃত শাহিদা খাতুনের এর দ্বিতীয় পুত্র ও তৃতীয় সন্তান।

Loading