নোয়াখালী পুলিশ সুপার করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ , জুলাই ১, ২০২১

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন ও জেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের সাথে যৌথভাবে দিন রাত কাজ করে যাচ্ছেন।করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক আর্থিক সহায়তা প্রদান সহ লকডাউন কালে অসহায় ব্যক্তিদের মাঝে এান বিতরন ও করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। শুধু তা নয় করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের জন্য পুলিশ হাসপাতাল চালু করেছেন অক্সিজেন ব্যাংক।যেখানে প্রতিদিনেই সেবা নিচ্ছেন করোনা রোগী।তারেই ধারাবাহিকতায় এই প্রথম সারির করোনা যোদ্ধা জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন সহ তার পরিবারের স্ত্রী, পুএ ও গৃহপরিচারিকার। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন,জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। ৩০ শে জুন বুধবার রাতে নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন সহ তার স্রী, পুএ ও গৃহ পরিচারিকার করোনা পজিটিভ আসে। শরীরে করোনার লক্ষন থাকলে সবাই অনেকটা ভালো আছেন,নিজ বাসায় আইসোলেশনে।

Loading