আনােয়ারায় মাস মেরিন একাডেমির শিক্ষা সমাপনী কুচকাওয়া

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ , অক্টোবর ১৯, ২০২২

বেসরকারী মেরিন একাডেমী আনােয়ারা মাস মেরিন একাডেমির রেটিংস ৭ম ব্যাচের শিক্ষা সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠান বুধবার(১৯ অক্টোবর) সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

মাস গ্রুপের চেয়ারম্যান ও মাস মেরিন একাডেমির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলহাজ্ব এম এ কাসেমের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বাংলাদেশ মেরিন একাডেমী চট্টগ্রামের কমান্ড্যান্ট ড.সাজিদ হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আতাউর রহমান, ব্যবস্হাপনা পরিচালক শাহেদা কাশেম,উপ ব্যবস্হাপনা পরিচালক সাবরিনা কাশেম, পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদেক, আবদুল্লাহ মো.সায়েম, ম্যানেজার মো.নুরুল আবছার।
অনুষ্ঠানে ৮০ জন নাবিককে শিক্ষা সমাপনী রেটিংস সনদ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে কমান্ড্যান্ট ড.সাজিদ হোসেন বলেন, বাংলাদেশ মেরিটাইম সারা বিশ্বে সুনামের সাথে গৌরব অর্জন করেছে। এ অর্জনে সরকারি মেরিনের পাশাপাশি বেসরকারি মেরিন একাডেমীগুলোর ভূমিকাও ব্যাপক। মেরিনরা দেশের সমুদ্র সৈকতকে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করেছে।

Loading