রামগড়ে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২০

রামগড়ে ইন্সটিটিউট অব কম্পিউটার টেকনলোজি (আইসিটি) নামে স্থানীয় একটি প্রতিষ্ঠানের উদ্যোগে তিন মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্নকারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) রামগড় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম খাঁ। এতে বক্তব্য রাখেন ফটিকছড়ির হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুকুর রহমান, রামগড় উপজেলা পরিষদের নারী সদস্য ও পৌর কাউন্সিলর কনিকা বড়ুয়া, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, আলী আশরাফ, প্রশিক্ষণার্থী মোঃ নাজিম উদ্দীন, আয়েশা আমিন ছবি ও মেসাইন্দা মারমা। স্বাগত বক্তব্য রাখেন রামগড় ইন্সটিটিউট অব কম্পিউটার টেকনলোজির পরিচালক মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক শুভাশিস দাস, মোঃ বাহার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণ সম্পন্নকারিদের মাঝে অনুষ্ঠানের অতিথিবৃন্দ সনদপত্র বিতরণ করেন।

Loading