রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে তিন প‌দে  ১০ প্রার্থীর ম‌নোনয়ন পত্র দা‌খিল

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , এপ্রিল ১৫, ২০২৪

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম‌্যান, ভাইস চেয়ারম‌্যান ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান তিন প‌দে ১০ প্রার্থীর ম‌নোনয়ন দা‌খিল ক‌রে‌ছেন।উপ‌জেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অনলাইনে  প্রার্থীগণ তা‌দের ম‌নোনয়ন পত্র রিটার্নিং অ‌ফিসার বরাবর জমা দেন। সহকারী রিটার্নিং অ‌ফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।‌উপ‌জেলা নির্বাচন অ‌ফিস থে‌কে প্রাপ্ত তথ‌্য অনুযায়ী,চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আব্দুল কাদের, কংজঅং মারমা ,বর্তমান চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। ভাইস চেয়ারম্যান পদে মোবারক হো‌সেন ,মোঃ ওমর ফারুক,মোঃ আ‌নোয়ার ফারুক (বর্তমান),মোঃ শামছু‌দ্দিন মিলন,মোঃ নুরুল আ‌মিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আক্তার(বর্তমান) ও না‌ছিমা আহসান নীলা মনোয়নপত্র জমা দিয়েছেন।ষষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচনী তফ‌সিল অনুযায়ী

১৫ এ‌প্রিল ২০২৪ পর্যন্ত ম‌নোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।১৭ এ‌প্রিল ম‌নোনয়ন পত্র যাচাইবাছাই হ‌বে।১৮ থে‌কে ২০ এ‌প্রিল ম‌নোনয়ন পত্র যাচাই‌য়ে রিটা‌র্নিং অ‌ফিসা‌রের সিদ্ধা‌ন্তের বিরু‌দ্ধে আ‌পিল করার সু‌য়োগ পা‌বেন প্রার্থীরা।২১ এ‌প্রিল আ‌পিল নিস্পত্তি। ২২ এ‌প্রিল প্রার্থীতা প্রত‌্যাহা‌রের শেষ দিন।২৩ এ‌প্রিল প্রতীক বরাদ্ধ দেওয়া হ‌বে। ৮ মে ২০২৪ ভোট গ্রহন অনু‌ষ্ঠিত হ‌বে।এবার উপজেলা প‌রিষদ নির্বাচনে ১‌টি পৌরসভা ও ২টি ইউনিয়নে ‌মোট ২০‌টি ভোট কেন্দ্র রয়েছে ।২০‌টি কে‌ন্দ্রের ৯১‌টি ক‌ক্ষে ২৩ হ‌জার ৮ শ ৩২ জন পুরুষ ২২ হাজার ৮ শ ৮৭  জন নারী ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ কর‌তে পার‌বেন। গত রামগড় উপ‌জেলা প‌রিষদ নির্বাচন ২০১৯ সা‌লের ১৮ মার্চ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছিল।ঐ নির্বাচ‌নে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থিতা দাখিল করেছিলেন।

Loading