পটিয়ার খরনায় মধ্যযুগীয় কায়দায় হামলা গুরুতর আহত ২

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ , জুন ২২, ২০২৪

চট্টগ্রামের পটিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় মোঃ মুছা ও আবুল কাসেম নামে দুই সহোদর গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৮ জুন দুপুর ১২ টায় উপজেলার খরনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টিলার পাড়া এলাকায়। আহত দুই ভাই এ এলাকার মো: ইছহাকের পুত্র। পরে স্থানীয়রা তাদেরকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মোঃ মুছার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় মো: মুছা পটিয়া থানায় অভিযোগ দিলে ও কোন প্রতিকার না পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এ ব্যাপারে মোঃ মুছা প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা সহ পরিবারের সকলের নিরাপত্তার জন্য মানবিক আবেদন জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, খরনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টিলার পাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ মো: ইছহাকের পুত্র মোঃ মুছার সাথে আবদুস সোবহানের পুত্র মোঃ বদি ও আনোয়ারের পুত্র টিটুর সাথে জায়গা জবর দখল পায়তারা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত ১৮ জুন দুপুর ১২ টায় ইব্রাহিম (৪৬) বদি( ৪৫) টিটু,(৩০) রুবেল (৩৫) নুরুল হক (৬০) সহ অজ্ঞাতনামা ২/৩ ব্যাক্তি জায়গা জবর দখল পায়তারার ইস্যু নিয়ে অর্তকিত হামলা চালিয়ে মোঃ মুছাকে রক্তাক্ত আহত করে। এ সময় তাকে তাদের কবল থেকে উদ্ধার করতে তার ছোট ভাই মোঃ কাসেম এগিয়ে আসলে তাকে ও হামলা চালিয়ে আহত করে প্রতিপক্ষরা। এমনকি তার মা মোমেনা বেগমের কাপড় চোপড় ছিড়ে শ্লীতাহানী করার অপচেষ্টা চালায় বলে তিনি অভিযোগ করে এর প্রতিকার প্রার্থনা করেছেন। তিনি এ সংক্রান্ত থানায় অভিযোগ দিয়ে ও কোন প্রতিকার না পাওয়ায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তার জন্য মানবিক আবেদন জানিয়েছেন।

Loading