পটিয়ায় তিন দিনব্যাপী অমর একুশের বইমেলার আয়োজনে প্রস্তুতি সভা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৫, ২০২৪
পটিয়ায় অমর একুশের বইমেলা আয়োজন হতে যাচ্ছে । গত মঙ্গলবার এ উপলক্ষে পটিয়া কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ ছৈয়দ, অ্যাড. কবিশেখর নাথ, এস এম এ কে জাহাঙ্গীর, অ্যাড. খুরশীদ আলম,ভগীরথ দাশ, সাংবাদিক আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, শফিউল আজম, আহমদ উল্লাহ, সংগীত শিল্পী প্রমোদ দাশ, অনুপম বড়ুয়া, কামরুল হাসান বাবু, সমীর ধর অপু,কামরুল ইসলাম, মদিনা বেগম, এনামুল হক মঞ্জু, সাগর দাশ, আবদুল্লাহ ফারুক রবি, নয়ন শর্মা, অমিত চক্রবর্তী, নয়ন দে প্রমুখ।এতে শিল্প সাহিত্য ও সংস্কৃতির চারণভূমি পটিয়ায় অমর একুশে স্মরণে তিন দিন ব্যাপী বইমেলা আয়োজন করার লক্ষ্যে উপস্থিত নের্তৃবৃন্দ গঠনমূলক মতামতব্যক্ত করেন।
এতে পটিয়া ক্লাব মুক্তমঞ্চে এ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করে একুশে বইমেলা পরিষদ। এবারের একুশে বইমেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ক্রীড়ানুরাগী পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন নাট্যজন ও দক্ষিণ ভূর্ষি ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ। এছাড়া ও এতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে বই ও শিক্ষামূলক নানান বিষয় স্থান পাবে। প্রতিদিন বিভিন্ন সংগঠনের ব্যানারে উপস্থাপিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান মালা। এ উপলক্ষে আয়োজিত এ সভায় মেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক হারুনুর রশীদ বলেন, আমরা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা কারণে অনেক পিছিয়ে গেছি। এখন আবার এসব ক্ষেত্রে পটিয়ার মর্যাদা ও গৌরব ফিরিয়ে আনতে বইমেলা সহ সৃজনশীল সবকিছুর আয়োজন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমরা আশা করি এখন থেকে বইমেলার মাধ্যমে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নব জোয়ার সৃষ্টি হবে। তিনি মেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Loading