পটিয়ায় চুরিকৃত দেড় টন ধান উদ্ধার, আটক ১

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২, ২০২৪
চট্টগ্রাম পটিয়া কাশিয়াইশ ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে চুরিকৃত দেড় টন উদ্ধার পূর্বক ১ জনকে আটক করা হয়েছে।চুরির দায়ে আটককৃত রুবেল নাথ (২৮) ৯নং ওয়ার্ড, ০৭নং জিরি ইউপি মহিরা,(ক্ষেএ মহাজন প্রকাশ লিটন মাষ্টারের বাড়ী) রনজিত নাথের ছেলে। এজাহার সূত্রে জানা যায় গত দুই দিন আগে এসআর এগ্রো এন্ড ডেইরী ফার্ম এর পাশের গুদাম ঘরের তালা ভাঙ্গিয়া অজ্ঞাতনামা চোরেরা ৪০(চল্লিশ) বস্তা ধান চুরি করিয়া নিয়ে যায় মর্মে সুজিত কান্তি গুপ্ত(৭২), পিতা- মূত অতুল চন্দ্র গুপ্ত বাদি হয়ে একটি এজাহার দাযের করে। পরবর্তীতে ৪৫৭/७৮० ধারা মামলা রুজু হয়।পুলিশ সুপার এস এম শফিউল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার ও পটিয়া সার্কেল মােঃ আরিফুল ইসলামের নির্দেশনায় পটিয়া খানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই (নিঃ) মােঃ আসাদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেপ্তার পূর্বক আসামীর স্বীকারােক্তি মতে তার হেফাজত হইতে চোরাইকৃত দেড় টন ধান উদ্ধার করা হয় । আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Loading