৯৯৯-এ নারীর ফোন, পতেঙ্গা এলাকা থেকে ২ কাটা রাইফেল উদ্ধার

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , জুন ২৮, ২০২৪

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ফুলছড়ি পাড়া এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অস্ত্রের উৎস সন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, সকালে এক নারী বিলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন। পুলিশ গিয়ে ফুলছড়ি পাড়ার বশির উল্লাহ মেম্বর বাড়ির পাশে জমির আইলে পরিত্যক্ত অবস্থায় দুইটি কাটা রাইফেল ও দুইটি কার্তুজ উদ্ধার করে। রাইফেলগুলো ভাঙা অবস্থায় প্লাস্টিক ও শপিং ব্যাগে ছিল।

ওসি আরও বলেন, অস্ত্রগুলো কে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রের মালিকের হদিস মেলেনি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি শনাক্তের চেষ্টা চলছে।

Loading