দেশ রক্ষার্থে ছাত্র সামাজকে এগিয়ে আসতে চরমোনাই পীরের আহ্বান

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ , জুন ২৮, ২০২৪

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব শাখার ব্যবস্থাপনায় শুক্রবার (২৮ জুন) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবীন ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশ রক্ষার্থে ছাত্র সামাজকে এগিয়ে আসতে হবে। সদ্য ভারতের সাথে চুক্তি এটা বাংলাদেশের জন্য মোটই কল্যাণকর নই বলে জানান । দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ পরিকল্পনা নিয়ে বিশারদ সমালোচনা করেন। দেশের জাতীয় করণ ও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কুফল বর্ণনাসহ দেশ রক্ষার্থে ছাত্র সামাজকে বিশেষ ভূমিকা পালন করতে আহ্বান জানান। পরিশেষে বলেন, জাতী ও মানবতার কল্যানে মানবতার মহানবী সা. এর পরিগ্রহ সোনালী সামাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর আ ফ ম খালিদ হোসেন, উপদেষ্টা প্রফেসর ডক্টর বেলাল নূর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, শরিফুল আলম চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন এবং সাবেক দায়িত্বশীলবৃন্দরা এতে উপস্থিত ছিলেন ।

Loading