পশ্চিম বঙ্গের কবি মৌসুমী দাস এর লিখা একটি অসাধারণ কবিতা সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২০ নিহত আবেগ রক্ত করবীএভাবে ডাকলে কেন? ফোনের ও প্রান্ত থেকে, আবেগে জড়িয়ে নিয়ে– ভালোবাসার ঐ উষ্ণতাতে!!এভাবে হাসলে কেন? প্রথম দিনের দেখায়- চোখের চাউনি মাঝে– প্রেমের পরশ দিয়ে?এভাবে আসলে কেন? কাছে আরও কাছে– মন থেকে মনে– শরীর অপার্থিবে?এভাবে হানলে কেন? অদৃশ্য ছুরিকাঘাত — কঠিন হৃদয় হয়ে– প্রেমের ছলনা করে?এভাবেই ভালো থেকো– হাসিখুশি চিরন্তন ভুলে যেও যা কিছু অতীত তোমার — আর — বিশেষতঃ আমায়!এভাবেই রেখো অনুরোধ আমার– এই অ্যাবস্ট্রাক্ট বাঁচার মাঝে আমার — খুঁজতে এসোনা কখনো তুমি– আমার সেই হারানো নিহত আবেগ !। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: