চট্টগ্রাম কাস্টম হাউসের ৪১ হাজার ৭৬৭ কোটি টাকা রাজস্ব আয়

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ , জুলাই ২, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও ৪১ হাজার ৭৬৭ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

এবার লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব কম আদায় হয়েছে ১৬ হাজার ৫৩১ কোটি টাকা বা ২৮ দশমিক ৩৬ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিষ্ঠানটিকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল ৫৮ হাজার ২৯৮ কোটি টাকা আদায়ের।

রাজস্ব কম আদায় হওয়া প্রসঙ্গে কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলম গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে স্বর্ণ ছাড়া জ্বালানি তেলসহ প্রায় সব পণ্যের দাম কমে গেছে এর ফলে আমরা যে পণ্যের মূল্যের ওপর শুল্ককর ধার্য করি তা কমে গেছে। আবার আমদানিকারকরা পণ্য আমদানি করে বন্দরে আনলেও ছাড় (ডেলিভারি) নেননি নানা কারণে ফলে এসব চালানের বিল অব এন্ট্রি জমা পড়েনি, শুল্কায়ন হয়নি, রাজস্বও জমা হয়নি।

এ রাজস্ব আয় আগের অর্থবছর (২০১৮-১৯) থেকেও কম হয়েছে ১ হাজার ৮১০ কোটি টাকা বা ৪ দশমিক ১৫ শতাংশ। ওই বছর রাজস্ব আদায় হয়েছিল ৪৩ হাজার ৫৭৭ কোটি ৩৫ লাখ টাকা।

Loading