মুজিব আদর্শে শানিত বাংলার আপামর জনগণ

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ , আগস্ট ১৭, ২০২১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ১৬ আগষ্ট সোমবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন এর সভাপতিত্বে এবং সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক, চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, আরোও উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক এস.এম. অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মনজুরুল আজম চৌধুরী, নির্বাহী সদস্য যথাক্রমে ফাতেমা নার্গিছ হেলনা, এস এম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়হান, জোহরা সুলতানা মুনিয়া, মোমেনুর রহমান প্রমুখ। শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি যথাক্রমে মাহবুব উদ্দিন আহমেদ, রেজাউল করিম চৌধুরী, চন্দন দাশ, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, নাজমুল আহসান খান, মোহাম্মদ হুমায়ন আকতার, মো. আবদুর রশীদ, মো. আবু হানিফ, মো. আইয়ুব খান, অন্যান্য বিজ্ঞ আইনজীবীদের মধ্যে এম এ নাসের চৌধুরী, কাজী মোহাম্মদ নাজমুল হক, মো. জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন, মঈনুল আলম চৌধুরী,সাবেক আইটি সম্পাদক এড রাশেদূুল আলম রাশেদ এবং মোহাম্মদ হাসান মুরাদসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মুজিব আদর্শে শানিত বাংলার আপামর জনগণ। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চিরকাল প্রবহমান থাকবে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল ও মর্যাদাবান জাতি হিসেবে বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। একাত্তরের মহান বিজয়কে যারা মেনে নিতে পারেনি সেই অপশক্তি পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে খুন করে পশ্চিমা কায়দায় রাষ্ট্র পরিচালনা করার ষড়যন্ত্র করেন। তারা ভেবেছিলেন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি জাতির অস্তিত্ব ও আর্দশকে ধ্বংস করতে পারবেন। কিন্তু বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর আর্দশ চেতনায় উজ্জীবীত হয়ে সেই গভীর ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আর্দশকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মুক্তিযুদ্ধের চেতনায় দুর্বার গতিতে এগিয়ে চলছে। শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে । এছাড়া জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন এবং অদ্য বাদে জোহর মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।

Loading