লকডাউন

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ , এপ্রিল ১৬, ২০২১

মো. আলী আশরাফ মোল্লা

চলছে লকডাউন
বাহিরেতে যেতে মানা
কেউ কেউ শুনছে তা
কেউবা আবার মানছে না!

লক ডাউনে সবাই থাকবে ঘরে
কেবল পুলিশই তা নিশ্চিত করে
লক ডাউনে জরুরী পরিষেবা ছাড়া
সকলেরই বাইরে যাওয়া মানা।

লকডাউনে চলছে না গাড়ির চাকা
খুলছে না দোকান পাট
খেটে খাওয়া দিনমজুররা কষ্টে আছে
আমরা জানছি সকলেই তা।

সংক্রমন কমাতে হলে
লক ডাউন মানতে হবে
কিছু কষ্ট কিছু বাধা হলেও
সকলকেই মানতে হবে তা।

সরকার লকডাউনে কঠোর হচ্ছে
শুধুমাত্র সংক্রমন নিয়ন্ত্রণে রাখতে
কেউ কেউ এটা নিয়েও রাজনীতি করছে
কেউবা আবার কষ্টে জর্ঝরিত হচ্ছে।

নিতান্তই প্রয়োজন ছাড়া
বাহিরেতে কেউ বের হবো না
পুলিশের চেকপোস্ট এ গিয়ে
অযথাই বিড়ম্বনায় পরবো না।

বাহিরেতে সংক্রমনের ঝুঁকি থাকে
কেউ কেউ বুঝে কেউবা আবার
বুঝেও না বুঝার ভান করে
তাইতো স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য বিধি মেনে চলি
বের হলে অবশ্যই মাস্ক পরি
নিজে নিরাপদ থাকি
অন্যকেও নিরাপদ রাখি।

Loading