চট্টগ্রাম উত্তর বন বিভাগের অভিযান সেগুনসহ ৫ লক্ষ টাকার কাঠ জব্দ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , নভেম্বর ২০, ২০২০

চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১ টায় এশিয়ান হাইওয়ের মুরাদপুর এলাকা হতে অবৈধভাবে পাচারকালে গামার ও শীল কড়ই কাঠের ২৫ টি দরজার পাল্লা ও ২৫ টি চৌকাঠসহ মিনি ট্রাক নং-চট্ট মেট্রো ম-১১-০৫০১ জব্দ করেছে। আটক বনজদ্রব্যের মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। আটক বনজদ্রব্যসহ মিনি ট্রাকটি কালুরঘাট সরকারী কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে।

অপর অভিযানে ১৮ নভেম্বর বুধবার রাত সোয়া ১ টায় শহর রেঞ্জের বিশেষ টহলদল গোপন সংবাদের ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোডের কালুশাহ্ মাজার এলাকা হতে অবৈধভাবে পাচারকালে ১৮১ টুকরা = ২৫১ ঘনফুট সেগুন গোল কাঠসহ ট্রাক নং-ঢাকা মেট্রো ট-১৮-০৫৭৭ জব্দ করেছে। আটক কাঠের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। কালুশাহ্ মাজার এলাকা এলাকায় ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পাচারকারীরা অন্ধকারে পালিয়ে যায়। আটক বনজদ্রব্যসহ ট্রাকটি ফৌজদারহাট বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে শহর রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার নাজমুল হাসান মাসুদ কর্তৃক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালতে পৃথক ২ টি মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার ব্রজ গোপাল রাজবংশীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সমস্থ বনজদ্রব্য জব্দ করা হয়। অভিযানে সহায়তা করেন শহর রেঞ্জের এফজি মোঃ আমীরুল ইসলাম, এফজি মোঃ আলমগীর, এফজি তোফাজ্জ্বল হোসেন, এফজি আব্দুল করিম, এফজি আবুল কালাম, এফজি সরোয়ার হোসেন প্রমূখ।

Loading