রামগড়ে মাস্ক না পড়ায় ২০ পথচারীকে জরিমানা।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ , নভেম্বর ২০, ২০২০

খাগড়াছড়ির রামগড়ে সরকারী সিদ্ধান্ত অমান্য করে মাস্ক না পড়ায় অভিযান চালিয়ে ২০ জন পথচারীকে ২০০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় প্রত্যেককে একটি করে মাস্ক দেওয়া হয়।
শুক্রবার (২০নভেম্বর) বিকেলে রামগড় পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এ বিধান না মানায় রামগড় পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে জরিমানা করা হয়েছে।এ অভিযান চলমান থাকবে। পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় থানার এস আই একরামুল ও তার সংগীয় ফোর্স, ভূমি অফিস সার্ভেয়ার মোঃজাহাংগীর আলম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রসংগত, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি করতে রামগড়ে গত তিন দিনে ৮৯ জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Loading