বান্দরবানে অগ্নিকান্ডে ২২টি দোকান ও বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২০

বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকা বড় মদক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের ২০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করে। এ ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষার্থে প্রায় ২২টি দোকান ও বসতবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে।
এদিকে দুর্গম এলাকা হওয়ায় সড়ক যোগাযোগের ব্যবস্থা না থাকায় অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুর্গম এলাকা বড় মদক বাজারে অগ্নিকান্ডে ২০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পেয়েছি। খবর পাওয়ার পর থানচি সদর থেকে নদী পথে পুলিশের একটি দল বড় মদক বাজারে পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ার অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

Loading