নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ , জুন ২৩, ২০২৪

ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর হাতের স্পর্শে স্থাপিত নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বিগত ১৯৭২ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তারই ধারাবাহিকতায় ২৩শে জুন ২০২৪ইং নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

ঐতিহ্যবাহী নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে, সকাল ১১ টায় শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্বরে এসে তা শেষ হয়।

পরে প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,প্রেস ক্লাবের সদস্যগন ও নোয়াখালী জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এরপর শোভাযাত্রা শেষে, নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট,বঙ্গবন্ধুর সহচর সাবেক স্পীকার মালেক উকিলের কনিষ্ঠ পুত্র সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন খেলন প্রমুখ।

Loading