ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , জুন ২৭, ২০২৪

 

ঢাকার ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ-২ রোপা আমন ধানের উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গত বুধবার ধামরাই উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুন । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উদ্ভিদ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান ও হিসাব রক্ষক কর্মকর্তা নান্নু মিয়া সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ।
এবারে ২০২৩-২৪ অর্থবছরের ২০২৪-২৫ মৌসুমের প্রণোদনার আওতায় খরিপ ২ রোপাআমন ধানের উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও সার ধামরাই উপজেলার মোট ৮৫০জন কৃষকের মাঝে। এতে উপজেলার প্রতি এক জন্য কৃষক ৫কেজি বীজ, ১০ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। রোপা আমন ধানের ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, বিনা ধান ১১ ও বিনা ধান ১৭ জাতের বীজ বিতরণ করা হয়।

 

 

Loading