সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দু’জন লাখপতি নির্বাচিত

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ , জুন ১৯, ২০২৪

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে দুজন বিধবা নারী লাখপতি নির্বাচিত হয়েছেন।
সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের কৃতি সন্তান টপ স্টার গ্রপের কর্ণধার লায়ন সৈয়দ হারুনুর রশীদ তাঁর নিজ বাড়ি সৈয়দ মঞ্জিলে” সৈয়দ হারুন ফাউন্ডেশন ” কর্তৃক মঙ্গলবার (১৮ জুন) লটারির মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন লাখপতি নির্বাচিত করেছেন।
সৈয়দ হারুন ফাউন্ডেশন” এর ‘লাখপতি প্রজেক্টের চতুর্থ লাখপতি নির্বাচিত হয় ইদিলপুর গ্রামের বিধবা মনি বেগম ও পঞ্চম লাখপতি ছিলোনিয়া গ্রামের বিধবা তাসলিমা বেগম।
উক্ত অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহবায়ক মো: ইসহাক ও সদস্য সচিব রমজান আলী মাসুমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, টপ স্টার গ্রুপের কর্ণধার, দানবীর ও মানবতার ফেরিওয়ালা লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবদুস সাত্তার বিএসসি, টপ স্টার গ্রুপের পরিচালক মোঃ শাহাদাত হোসেন মিন্টু, সৈয়দ হারুন এর বড় মেয়ের স্বামী ব্যাংকার স্মৃতি স্মরণ্য, বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক আলী হোসেন রতন, বিশিষ্ট সমাজসেবক আবু ইউছুপ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন এর সহধর্মিণী সৈয়দা সাজেদা আক্তার শেলী, সৈয়দ হারুন এর বড় মেয়ে সৈয়দা শারমিন আক্তার, মেঝো মেয়ে সৈয়দা ইয়াসমিন আক্তার, ছোট মেয়ে সৈয়দা তনিমা তাসনিম, সবার ছোট একমাত্র ছেলে সৈয়দ মো: রাহাত রশীদ, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর ৫নং অর্জুনতলা ইউনিয়নের সকল ওয়ার্ডের কর্মীবৃন্দ, আগত অতিথিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Loading