ফরিদপুরে বানভাসিদের খাদ্য সহায়তা বিতরণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ , জুলাই ২৩, ২০২০ ফরিপুর অফিস; সম্প্রতি বন্যায় প্লাবিত ফরিদপুরের পাঁচ উপজেলার লক্ষাধিক মানুষ। অনেকেই সরকারি আশ্রয়কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে। আবার কেউ বিভিন্ন উঁচু সড়কের পাশে বা বেড়িবাঁধে পলিথিন টানিয়ে মানবেতর জীবন যাপন করছে। বৃহস্পতিবার দুপুরের শহরের ২৫ নম্বর ওয়ার্ডে হরিসভার বেড়িবাঁধে আশ্রয় নেওয়া বন্যার্তদের খাদ্য সহায়তা দিয়েছে জেলা স্বেচ্ছাবেসক লীগ। এ সময় সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষদের কাছে গিয়ে শুকনা খাবার বিতরণ করেন। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ জানান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার্তদের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান মাসুদ, বেলাল হোসেন, গোলাম মোস্তফা খোকন ও এটিএম জামিল তুহিন। শেয়ার ফরিদপুর বিষয়: