ফরিদপুরে বিভিন্ন অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ , জানুয়ারি ১৯, ২০২১

ফরিদপুর সদরের অবস্থিত বিভিন্ন অবৈধ ইট ভাটায় 

পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার পাঁচটি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ, ঢাকা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। এ অভিযানে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগীতা করেন।

অভিযান পরিচালনা কালীন মন্ডল ব্রিকস এর কোন কাগজপত্র না থাকায় ভাটাটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে চুলায় পানি ঢেলে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

 এছাড়া আরও চারটি ইট ভাটায় অভিযান কালীন নানা অনিয়মের কারণে ভাটা মালিকদের জরিমানা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে অবৈধ ইট ভাটা রয়েছে। এসব ইট ভাটা অনিয়ম ও অবৈধ ভাবে চলছে। বিভিন্ন সময় তাদেরকে সতর্ক করা হলেও কোন কাজ হয়নি। এজন্য মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Loading