রামগড় বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৩০০ ইয়াবা সহ একজন আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২৯, ২০২৩

মাদক দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের গনপাঠাগারের সামনে থেকে ১৩০০ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ।

বৃহস্পতিবার( ২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রামগড় থানা পুলিশের এস আই মোহসীন মোস্তফার নেতৃত্বে এসআই সামছুল আমীন,এস আই দীপক বিশ্বাস, এ এস আই শাহাদাত গোসেন এবং এ এস আই হবিকুল সহ সঙ্গীয় ফোর্স সন্ধ্যায় ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদ আফসার, পিতা মোঃ হানীফ, মাতা রাজিয়া বেগম, সাং নিচিন্তা,দাঁতমারা ইউনিয়নের ভুজপুর থানার বাসিন্দাকে ১৩০০ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়।

রামগড় থানার ওসি দেব প্রিয় দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়।তিনি আর ও জানান, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় রামগড় থানা এলাকাকে মাদক মুক্ত করার জন্য চলমান অভিযান অব্যাহত থাকবে।

Loading