রামগড়ে পাহাড় কাটার কারনে দুজনকে দুই লাখ টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ , নভেম্বর ২৪, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটা ও  মাটি পরিবহনে জড়িত থাকায় দুই ব্যক্তিক দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(২৩ নভেম্বর) রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস ১নং রামগড় ইউনিয়নের বাজার চৌধুরী পাড়া এলাকায় অবৈধ ভাবে পাহাড় কাটার সংবাদ পেয়ে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে  এ জরিমানা আদায় করেন। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রামগড় উপজেলার ০১ নং রামগড় ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বাজার চৌধুরী পাড়া এলাকায় পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনা কালে পাহাড় কাটা ও মাটি পরিবহনে জড়িত থাকায় তৈচালা এলাকার নুরুন্নবীর ছেলে মো: হানিফ (২৩) ও ফেনীর কুল এলাকার মোঃ  ইউছুপের ছেলে মো: জামাল উদ্দিন (৩১) কে আটক করে মোবাইল কোর্ট। আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করায় “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)” এবং “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী আইনে পৃথক দুটি মামলায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড: অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আসামীগণ অর্থদণ্ডের সমূদয় অর্থ তৎক্ষণাৎ নগদ পরিশোধ করায় তাদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করায় “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)” এবং “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী আইনে পৃথক দুটি মামলায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডিত অর্থ নগদ পরিশোধ করায় আসামীগণকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পরিবেশের
ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় ও মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

Loading