রামগড়ে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , নভেম্বর ১৪, ২০২৩

রামগড়ে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর)সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের প্রথম স্থলবন্দর উদ্বোধন করেন।

রামগড় স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে টার্মিনাল শেড, ব্যাংক, কাস্টমস, বিজিবি ও পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থল বন্দরের অবশিষ্ট নির্মাণ কাজ নিয়ে সীমান্ত জটিলতায় এতদিন কাজ শুরু করা যায়নি। তবে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন হলেও যাত্রী পারাপার শুরু হচ্ছে না। ভারতীয় অংশের প্রস্তুতি অসম্পূন্ন থাকায় ইমিগ্রেশনের কার্যক্রম আপাতত শুরু হচ্ছে না।

উদ্বোধনের সময় টার্মিনাল ভবনে বড় পর্দায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ, রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) রাজু আহাম্মেদ, কাস্টমস অফিসার সরোয়ার উদ্দিন, রামগড় থানা অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ, রামগড় পৌরসভার প্যানেল মেয়র ১ ও কাউন্সিলর শামীম মাহমুদ, রামগড় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক,ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার উদ্দিন, বন্দর ইনচার্জ আফতাব উদ্দিন, টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বিল্লাহ, টার্মিনাল পুলিশ ইনচার্জ মনির হোসেনসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading