ধামরাইয়ে ধান, সরিষা ও সবজির আবাদ ও ফলন বৃদ্ধির কৌশল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ , নভেম্বর ১৪, ২০২৩

 

রাজস্ব অর্থায়নে আধুনিক ধান রোপা আমন ব্রিধান ৮৭জাতের ধান, সরিষা, ও সবজির আবাদ এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে মাঠ দিবস ধামরাই উপজেলা সানোড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউজ্জামান শাহীনের সঞ্চালনায় মাঠ দিবসে দিক নিদের্শনা বক্তব্যে রাখেন, প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ( ঢাকার) উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আরিফুল হাসান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিজান ও কৃষক খোরশেদ আলম প্রমুখ। এসময় ধামরাইয়ের বিভিন্ন ব্লকের কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

Loading