রামগড়ে নবগঠিত রিপোর্টার্স ইউনিটির  আত্মপ্রকাশ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , আগস্ট ১৮, ২০২৩

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিভিন্ন পত্রিকায়   কর্মরত সাংবাদিকদের নবগঠিত সংগঠন “রামগড় রিপোর্টার্স ইউনিটির” পথচলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় রামগড় পৌর শহরের সিংহ মার্কেটের দোতলায় অগ্রনী ব্যাংকের পাশে অস্থায়ী কার্যালয়ে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। এসময় সবার উপস্হিতিতে সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরে জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় কর্মরত প্রতিনিধির সাত সদস্যের একটি কমিটির নাম প্রকাশ করা হয়। তালিকাতে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের রামগড় উপজেলা প্রতিনিধি ও NES 71 এর সাংবাদিক মোহাম্মদ বাহার উদ্দিনকে সভাপতি,দৈনিক ইনকিলাব প্রতিনিধি রতন কুমার বৈষ্ণব ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যানরা হলেন, দৈনিক অগ্রসর ও চ্যানেল এস প্রতিনিধি নুর আলম (শরীফ) যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দিন (তুহিন) সাংগঠনিক সম্পাদক, দৈনিক  মানবজমিন প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল হক খোন্দকার অর্থ সম্পাদক,দৈনিক যায়যায়দিনের রামগড় উপজেলা প্রতিনিধি ও বদ্বীপ বাংলাদেশ (অনলাইন) জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ঐশী বাংলা ও ভোরের পাহাড়( অনলাইন) প্রতিনিধি মোঃ বেলাল হোসেনকে দপ্তর সম্পাদক নির্বাচন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি, বিনোদন,স্বাস্থ্যসহ জনসাধারণের প্রচারযোগ্য যাবতীয় বিষয়াবলী নিরপেক্ষতা বজায় রেখে জনসম্মুখে প্রকাশ করাই সংগঠনের উদ্দেশ্য। উদীয়মান তরুণ পেশাজীবি সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে এলাকায় ঘটে যাওয়া দৈনন্দিন বিভিন্ন ঘটনাবলী, অসঙ্গতি,অপরাধ, বৈষম্য, অনিয়ম, দূর্নীতির তথ্যাবলী প্রচার ও প্রকাশ পাবে। সংগঠনের পথচলাকে সুন্দর ও জনকল্যাণমুখী করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,সংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

Loading