সেনবাগে তৃনমুল আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ , আগস্ট ১৮, ২০২৩

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে তৃণমূল আওয়ামীলীগের উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণত সম্পাদক খন্দকার জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী,বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ, এফবিসিসিআই পরিচালক জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভুঁইয়া মানিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু,পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা সোলেমান বাহার,জাতীয় শ্রমিকলীগের জেলা সহ সভাপতি নুরনবী চিসতি,৬নং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন লিটন,এ সময় পৌর যুবলীগের আহবায়ক দিদারুল আলম ও উপজেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম পলাশ ও মো: আবদুর রাজ্জাক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading