আনোয়ারায় শশুর বাড়ি থেকে জামাইয়ের সিএনজি অটোরিক্সা চুরি, থানায় অভিযোগ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , জুন ১৬, ২০২৩

আনোয়ারা উপজেলায় শশুর বাড়ি থেকে জামাইয়ের সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘঠেছে। গতকাল দিবাগত রাত তিনটার দিকে জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরনীর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিএনজি অটোরিক্সা চালক মোহাম্মদ রুবেল বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, জুঁইদন্ডী ১ নং ওয়ার্ডের কালামিঞা বাপের বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে সিএনজি অটোরিক্স্রা চালক রুবেল (২২) ধারদেনা করে একটি অটোরিক্স্রা ক্রয় করেন। সে প্রায়সময় শশুর বাড়ীতে থাকাকালীন অটোরিক্্রাটি ১ নং ওয়ার্ডের ফকিরনীর বাড়ীর তার শশুর বাড়ীর সামনে তালাবদ্ধ করে রাখেন। গতকাল দিবাগত রাতেও অটোরিক্স্রাটি সেখানে তালাবদ্ধ করে রেখে শশুর বাড়ীতে ঘুমিয়ে পড়েন। রাত তিনটায় ঘুম থেকে উঠলে তখন অটোরিক্স্রাটি সেখানে তালাবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে তার অটোরিক্স্রাটি চোরের দল তালা কেটে নিয়ে গেছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও অটোরিক্সাটি (যার ইঞ্জিন নং অতঢখঐ৭৯৪৩৬) ( চেসিস নং গউ২অ২৭অঢ৬খডঐ১৪৫০১)কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ভুক্তভোগী অটোরিক্স্রা চালক রুবেল বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। জানতে চাইলে আনোয়ারা থানার এ এস আই মো. জাহেদ বলেন, জুঁইদন্ডী এলাকা থেকে একটি সিএনজি অটোরিক্স্রা চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে চোরদের সনাক্ত করেত অনুসন্ধান অব্যাহত রয়েছে। আশাকরি শীগ্রই আমরা গাড়ীটি উদ্বার করতে সক্ষম হব।

Loading