রামগড়ে দুস্হ ও হত দরিদ্রদের মাঝে ৪৩ বিজিবির সহায়তা প্রদান

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ , জুন ১৬, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন( ৪৩ বি জি বি) গরীব ও দুস্হ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন,মসজিদের ওজুখানা নির্মাণ চিকিৎসা ও বিবাহের জন্য নগদ আর্থিক অনুদান ও ছাগল বিতরণ করেছে।
শুক্রবার ১৬ই জুন সকাল দশটায় রামগড় ৪৩ বিজিবির জোন সদরে সম্প্রীতিও উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম,পিএসসি,জি+
৪৩ বিজিবির জোন অধিনায়ক জোন এলাকার দরিদ্র পাহাড়ি বাঙালি পরিবার গুলোর মাঝে ৬টি সেলাই মেশিন, ৬ বান্ডিল ঢেউটিন, ৬টি ছাগল, দরিদ্র এলাকার মসজিদের জন্য অজুখানা, ৩৫টি পরিবার কে চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থ সহ মোট ৫৩টি পরিবারকে সহায়তা প্রদান করেন।
রামগড় জোন সদরে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি রামগড় ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নে রামগড় জোনের এ ধরণের সেবা ও কল্যান মুলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ৪৩ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading