সেনবাগে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ , মে ১, ২০২৩

এ এইচ লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

রোববার (৩০ এপ্রিল ) সেনবাগ থানার এসআই মিথুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স সহ সেনবাগ থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিকালে শনিবার রাত দুইটা পাঁচ মিনিটের সময় সেনবাগ পৌরসভার বাবুপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর সোবহান সাহেবের বাড়ির উত্তর পার্শ্বে পরিত্যক্ত বোর্ড অফিস সংলগ্ন ঝোঁপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র গুলো হলো-১। কাঠের লাঠি ০৪ (চার) টি,
২। স্টিলের এসএস পাইপ ২(দুই) টি,
৩। একপাশে ধারালো কিরিচ ০৩ (তিন ) টি,
৪। বিভিন্ন সাইজের ০৭ (সাত) টি ছোরা,
৫। ০২(দুই) টি চাপাতি,
৬। দেশীয় পদ্ধতিতে লোহার পাইপ ও সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তৈরীকৃত কুঠার ০২( দুই) টি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান এঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডাইরি(জিডি)করা হয়েছে।

Loading