তাসনুভা আনান শিশির ’র কবিতা

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২, ২০২২
কায়দা করেই বাঁচতে শিখেছি প্রিয়,
তুমিও কায়দা করেই বাঁচো।
দিন ফুরাবে কদম ফুলের অপেক্ষায়,
রাত টি না হয় কেটেই যাবে শুভ্র হাসির ছলনায়।।
মাঝ রাত্রিতে ক্লান্তি এলে চোখে ,
পাশ ফিরে শুয়েই না হয় থেক আমায় সাথে রেখে।।।
হয়ত তুমি দিক ভুলবে ,হারাবে পথের দিশা
তাই বলে ভেবনা তুমি ভুলে যাব তোমার
না বলা সব কথা।।।।
ভোর রাতে হিম হিম ভাব
পাশ ফিরতে গায়ে লাগে যদি আমার তাপ,
ভেবনা আমি হারিয়ে গেছি
পাশেই আছি ,সাথেই আছি
সংগে সংগেই ,
নতুন মুখে ,নতুন রূপে নতুনের সাথে
সাজিয়ে নিও তোমায়,
তবু তুমি বাঁচতে শিখ
কায়দা করেই না হয়।।।।
চাঁদের ঘরে অমাবস্যা
তাসনুভা আনান,
জ্যামাইকা , নিউইয়র্ক
সেপ্টেম্বর ২ ,২০২২

Loading