ফিরে যাবো, ফেলে আসা বর্ষা’ প্রার্থনায় – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ৮, ২০২২
প্রকৃতির গায়ে গায়ে এখনও
বর্ষার স্যাঁতস্যাতে শ্যাওলা;
এখনও বজ্র ও বিজলী বাধায় হুলস্থুল।
অথচ আকাশ বালিকা আজ নীল শাড়িতে
হয়েছে ব্যাকুল, প্রাণোচ্ছ্বল, চঞ্চলা;
খোঁপায় পড়েছে সে শরতের কাশফুল!
যে বর্ষাকে এসেছি পেছনে ফেলে
সে আজ শরত আকাশে
ভেসে বেড়ায় মেঘ হয়ে!
অথচ কতবার বলেছি ভরিয়ে দাও জলে
শুকিয়ে যাওয়া বুকের নদী
ওগো বর্ষা, এসো রিমঝিম বৃষ্টি হয়ে।
তবে তোমাকে ফেরাব না
তুমি ঝরো অঝোরে, শরতের বুকে;
কাশের ময়ূর চূড়া পরো চুলের খোঁপায়।
তোমার তরঙ্গের ঝড়ে
আমি দুলবো, আনন্দ আর সুখে
ফিরে যাবো, ফেলে আসা বর্ষা’ প্রার্থনায়!
• সেপ্টেম্বর ০৬,২০২২।
ছবিঋণ- কণ্ঠশিল্পী অনন্ত সেন্টু।

Loading