নোয়াখালীতে বিএডিসির ইউরিয়া সার কলো-বাজারীর কাছে বিক্রির সময় ডিলার সহ আটক ২

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ , আগস্ট ২১, ২০২২

ইফতেখাইরুল আলম (নোয়াখালী):

নোয়াখালী কবিরহাট উপজেলায় ২০ শে আগষ্ট রাত আনুমানিক ৮ টা ৪৫ মিনিটের সময় বিএডিসির ইউরিয়া সারের ডিলার ও পিক-আপের চালক সহ দুই জনকে আটক করেছে কবিরহাট থানা পুলিশ।

আটককৃত আসামিরা হলেন,কবিরহাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের ফলহারি ৮ নং ওয়ার্ডের মৃত খুরশিদ আলম এর ছেলে দেলোয়ার হোসেন মিলন(৪৫),পিক-আপ চালক নরোত্তম পুর (মুন্সি-বাড়ির)খোকন মিয়ার ছেলে গিয়াসউদ্দিন(১৯) সহ আটক দুইজন।
এ সময় গোপনে বিক্রি কৃত বিএডিসির ইউরিয়া সার পাশের মুন্সির হাট নামক স্থানে(অজ্ঞাত)সার ব্যবসায়ীর কাছে পৌছে দেওয়ার জন্য মিনি পিক-আপ যোগে যাওয়ার পথে মাওলানা বাজার নামক স্থানে,স্থানীয় লোকজনের হাতে ধরা পড়লে।
এ সময় স্থানীয়রা কবিরহাট থানা-পুলিশকে বিষয়টি জানানো হলে,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বিএডিসির ইউরিয়া সার সহ ডিলার দেলোয়ার হোসেন মিলন এবং পিক-আপ চালক গিয়াসউদ্দিন নামে দুইজনকে কবিরহাট থানা পুলিশ হেফাজতে নেন এবং এই বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানান।

Loading