ক্ষণিকের প্রত্যাশা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ , মার্চ ২২, ২০২২ একাহি পথ চলা নিরব স্বপ্ন দোলায়, কত কি যে দেখা? বাধাঁর শিঙ্গল পেরিয়ে গন্তব্য স্থলে এসে থমকে যায়। নানা প্রতিকুলতার বেড়াজালে সব হারিয়ে ফেলি। স্বপ্ন দেখা শুধু মাত্র জীবন রঙ্গমঞ্চ নাট্য শালায় কত কষ্ট, কত হাসি, কত আনন্দ এ যেন ক্ষণিকের প্রত্যাশা। নবীন চৌধুরী সাংবাদিক ও লেখক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: