পাঠক মহলে সাড়া জাগিয়েছে কমল কর্ণেলের নতুন উপন্যাস ‘ধূসর পান্ডুলিপি’

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ , মার্চ ১৮, ২০২২

এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে প্রতিশ্রুতিশীল তরুণ লেখক কমল কর্ণেলের নতুন উপন্যাস ‘ধূসর পান্ডুলিপি’। বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র প্রকাশন। এই উপন্যাসে উঠে এসেছে ব্যক্তিজীবনের নানা রঙ, ঘাত-প্রতিঘাত, প্রেরণা জোগানো ভালোবাসা সর্বোপরি বেঁচে থাকার গল্প।

মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ৩৮১-৮৪ নম্বর স্টলে ভাষাচিত্র প্রকাশনে পাওয়া যাচ্ছে ‘ধূসর পান্ডুলিপি’। চার ফর্মার বইটির মূল্য ২০০ টাকা। যা মেলায় কমিশন বাদ দিয়ে ১৫০ টাকায় কিনতে পারবেন পাঠকেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়াশোনার সময় সাহিত্য জড়ান কর্ণেল। ইতোমধেই ১৬টি উপন্যাস লিখেছেন। পাঠকমহলে সমাদৃত হওয়ার পাশাপাশি তার সাহিত্য সৃজন নিয়ে বোদ্ধামহলেও আলোচনা আছে।

কমল কর্ণেলের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- ‘বসন্তের ঝরা ফুল’, ‘তুমি আসবে বলে’, ‘স্বপ্ন বিলাস’, ‘মধ্য রাতে তিথি’, ‘শেষ বসন্তের ভালোবাসা’, ‘স্বপ্নের মায়াজালে’, ‘স্বপ্ন ছোঁয়া ভালোবাসা’ ইত্যাদি।

‘ধূসর পান্ডুলিপি’ ছাড়াও ভাষাচিত্র প্রকাশন থেকে প্রকাশিত কমল কর্ণেলের ‘স্বপ্নের মায়াজালে’, ‘স্বপ্ন ছোঁয়া ভালোবাসা’ উপন্যাস দুটিও উক্ত স্টলে পাওয়া যাচ্ছে।

Loading