সুবর্ণ জয়ন্তী উদযাপন,মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পের মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , মার্চ ১৯, ২০২২

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলা হলে ১৯ শে মার্চ শনিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যেগে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃরিয়াজ উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হেলাল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর ও সুবর্ণচর আসনের সাংসদ সদস্য আলহাজ্ব একরামুল করিম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান একে এম শামছুদ্দিন জেহান,উপজেলা নির্বাহী অফিসার মোঃহাফিজুল হক,সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান,কেন্দ্রীয় বাংলাদেশ শিক্ষক সমিতির মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ প্রমুখ।সহকারী শিক্ষক সমিতির বিভিন্ন দাবী দাবা তুলে বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন পাটোয়ারী ও আহসান উল্যাহ হেলাল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী এমপি শিক্ষক সমিতির নেতাদের উদ্দেশ্য বলেন,সদর উপজেলা শিক্ষক সমিতির জন্য উপজেলা মসজিদের পাশে জায়গা বরাদ্দের ঘোষণা ও নগদ দুই লাখ টাকা অসুস্থ শিক্ষক শিক্ষিকাদের চিকিৎসা বাবদ এবং সদর উপজেলার কাবিখা টিআর থেকে ৫ লাখ টাকা বরাদ্দ করেন তিনি।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নিদের্শ করে বলেন,সদর উপজেলার কোন শিক্ষিকা ২/৩ কিলোমিটারের বাহিরে যেন তাদের কর্মস্থল না হয়।এইছাড়া সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনকে বলেন,সদর উপজেলার কোন শিক্ষিকা যেন ইভটিজিং এর শিকার না হয়।কোন শিক্ষিকা মামলা সংক্রান্ত কোন বিষয়ে থানায় গেলে তাদের একান্ত সহযোগিতা করার নিদের্শ করেন তিনি।এ সময় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১ শত শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

Loading