শুভজনের বই প্রকাশনা উৎসব ও লেখক সমাবেশ

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ , মার্চ ৯, ২০২২

শুভজন এর প্রকাশনা সম্পাদক কবি ইসরাত মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অগ্নিপ্লাবন’ এর প্রকাশনা উৎসব ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হলো গতকাল ৮ই মার্চ মঙ্গলবার। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী ও শুভজন পদকপ্রাপ্ত গুণীজন সৈয়দ আবদুল হাদী এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল এর মহাপরিচালক এবং আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন ও বাংলাদেশ পুলিশ এর উপ মহাপরিদর্শক কবি নাফিউল ইসলাম, শুভজন উপদেষ্টা কবি শাফাত শফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক কবি তৌহিদুল হক, গুলশান ডিসিসি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আখতারুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান হিরো প্রমূখ। ভিডিও ক্লিপ

শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুভজন উপদেষ্টা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ উল মুনীর। অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত শুভজন উপদেষ্টা কবি কাজী রোজীর প্রতি শোক প্রকাশ করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর কবি ইসরাত মিতুর বইয়ের মোড়ক উন্মোচন শেষে উপস্থিত কবি ও লেখকেরা তাঁদের প্রকাশিত বিভিন্ন গ্রন্থ থেকে লেখা পাঠ করেন এবং তার ফাঁকে ফাঁকে চলতে থাকে শুভজন’র নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সংগীত। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই সম্মিলিত পাঠ ও গান আড্ডায় যেসকল সম্মানিত লেখক ও শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন তাঁরা হলেন – আবৃত্তিশিল্পী রুমানা হক রিতা, সংগীতশিল্পী অঞ্জলি চৌধুরী, কণ্ঠশিল্পী শায়লা রহমান, কণ্ঠশিল্পী বিডি হ্রদয়
কবি আব্দুল মুমিন চৌধুরী জসীম, সাহিত্যিক জিএম আরিফুজ্জামান, কবি ও গীতিকার এসএম শফিক, কবি ফাহমিদা লোপা, কবি মোকাররম শিহাব, সাহিত্যিক নাইমুল রাজ্জাক, কবি নুরুন নেওয়াজ রানা এবং যন্ত্রসংগীতশিল্পী সুমন শীল প্রমূখ।

Loading