ভালবাসার বাজখাই সংলাপ – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ , মার্চ ১১, ২০২২

বয়েস যখন পেরুবে তিন কুড়ি
হব যখন বুড়োবুড়ি
তখনও যেন জেগে থাকে ক্লান্তিহীন
আমাদের তুমুল ঝগড়াটে ভালবাসা।
যদি কোনদিন ঝরে পড়ে পড়ুক
শিমুলের পাপড়িরা কোন মেঠোপথে।
মরে গিয়ে চাঁদ যদি হয় ফসিল
অভিমানে শুয়ে থাকে একেলা দুপুর।
তবুও …
আমাদের তুমুল ঝগড়াটে ভালবাসা
না হয় যেন কোন মৃত ইতিহাস!
চাই না, বিজলী চমকানো রাতে
চলে গিয়ে কোন বিস্মৃত বর্ষায়
ফিরে এসো তুমি নতুন রূপে
কিংবা হয়ে যাও পুরনো!
শুধু চাই …
ফিরে ফিরে আসা মালা বদলের দিনে
তেমনই থাক যেমনটি ছিলে, এখনও আছো!
শেষ দিনেও যেন কণ্ঠ ছেড়ে বলে যাই দু’জনে
আমাদের তুমুল ঝগড়াটে ভালবাসার বাজখাই সংলাপ।

Loading