মিথ্যে আয়নায় অনিন্দিতার মুখ – সোমা মুৎসুদ্দী

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২২

বিশটা বছর অনিন্দিতা নিজেকে নিয়ে ভাবার কোনও সময় পাইনি,
আজ হঠাৎ কি হলো তার, আয়নার সামনে বার বার উল্টে পাল্টে দেখে চেহারা।
আয়নার ভেতর থেকে কেউ একজন বলছে খুব করে সাজো,
বোকা মেয়ে, সে সাজছে
কেউ একজন বলছে আজ নীল শাড়িটা পরো, সে পরেছে।
তারপর সে চুল বাঁধলো মায়াবী খোঁপায়
কারো আসার কথা ছিলো ফুল গুঁজে দিতে
সে অনড় বিশ্বাসে অপেক্ষা করছিলো তার আসার খবরে,
কিন্তু সে এলোনা, হঠাৎ ফোন আমি আর কখনো আসবোনা
অনিন্দিতাঃকিন্তু কেনো?
আগন্তুকঃযদি কাছে আসি, যদি ভালোবাসি তাহলে পাপ হবে?
অনিন্দিতাঃআমি কখনো আয়না দেখিনি,
তুমিই দেখতে শেখালে,
কখনো নীল শাড়ি পরে খোঁপা করিনি আজ করলাম
চলেই যদি যাবে তবে এসেছিলে কেনো, আমাকে নতুন করে ভাবাতে,
ডোবাতে এই ভালোবাসার মিথ্যে মায়ায়।
চলে যাবে যাও তবে, আমার আয়নাটি তোমাকে দেবো,
আমার আয়নার কেউ হয়তো মিথ্যে ছিলো যদি তোমার আয়নায় সত্যি কেউ হয়, কিছু হয়।

Loading