প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২২

মনিরুজ্জামার মানিক

হে নারী তোমার তরেই

মুখেমুখে যতই ফুটানি দেখাই না কেন,নারীর স্পর্শ ছাড়া পৃথিবীর কোন অস্তিত্বই কল্পনা করা যায় না। না প্রেম, না ভালোবাসা,,না দেহমনের তৃপ্তিময় প্রশান্তির লালিত স্বপ্নের চুড়ায় আরোহন করা। মায়ের পেটে জন্ম না নিলে তো মানুষই হতাম না,পুরুষ তো দূরের কথা।
সন্তানের কাছে মা শুধু মা নন। মা বিধাতার অভাবনীয়
সৃষ্টি একটি স্বর্গ,একটি ভালোবাসার সূতিকাগার। আর মায়ের পেটের বোনেরা তার এক একটি প্রশান্তির জানালা। যেখান থেকে শুধু শীতল হাওয়া বইয়ে বেড়ায়।
আর স্ত্রী ?
সে তো দেহমনের বসতঘর। সুখদুঃখের মিলনমেলা,
অশান্ত মনে প্রশান্তির খেলাঘর। যার একফোঁটা সহযোগিতা ছাড়া জীবন বিষাদময়,নরকের কুন্ডুলি।
আর নিজের রক্তমাংসে গড়া আদরের মেয়েটি ?
সে তো মায়াময় দুনিয়ার একমাত্র সুখের অবলম্বন।
যার মুখে একবার বাবা ডাকার মূল্য সারা পৃথিবী সমান। মেয়েটি এমন করে বাবা ডাকলো বলেই,আমি স্বার্থক পুরুষ হলাম,পৃথিবীতে আমি শুধুই একজন পুরুষ নই,আমি কারো জন্মদাতা পিতাও হলাম।
হে নারী তোমরা এমন করে ভালোবাসা বাঁধনে জড়িয়ে আছো বলেই,আমরা কারো আদরের সন্তান,কারো আর্দশ স্বামী,কারো ভালোবাসার বাবা হওয়ার পরিপূর্ণ সুযোগ পেলাম। পুরুষ হিসেবে নিজেও ধন্য হলাম,স্বার্থক হলাম। হে নারী তোমার তরেই স্বার্থক পুরুষী জনম আমার।
পৃথিবীর সব নারীকে বিশ্বনারী দিবসের শুভেচ্ছা।

Loading