একাকীত্বের চেয়ে বৃদ্ধাশ্রম অনেক ভালো

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২২

মনিরুজ্জামার মানিক

ছেলেমেয়ে বুকের আঁচল থেকে দূরে চলে গেলে নিজের ঘরটাই একরকম বৃদ্ধাশ্রম ! আজকে আমরা সবাই যখন বৃদ্ধাশ্রমের কথা শুনে নাক ছিটকাচ্ছি,সেদিন বেশি দূরে নাই মানুষ ইচ্ছে করেই বৃদ্ধাশ্রমে পাড়ি জমাবে। সেখানেও সিটের সংকট থাকবে,একটুখানি সুখে আসন গড়ার লড়াই হবে, প্রতিযোগিতা চলবে। কারণ একাকীত্বের চেয়ে বৃদ্ধাশ্রম অনেক সুন্দর জায়গা। সেখানে মনের কষ্ট বুঝার মতো সমবয়সী সমবেদী মানুষ থাকে। সবাই সবার কষ্ট সহজেই বুঝতে পারে। মানুষের ভাতের কষ্টের চেয়েও মনের কষ্ট অনেক বেশী পীড়াদায়ক। আপনজন কাছে থেকেও যখন মনের কষ্টের দহনে জ্বলেপুড়ে মরতে হয়,তারচেয়ে বরং বৃদ্ধাশ্রমে সমবয়সী সমবেদী বন্ধুদের সাথে কষ্ট ভাগাভাগি করে বেঁচে থাকা অনেক মঙ্গলজনক। একাকীত্বের দাবানলে পোড়ে আত্মহননের ইচ্ছা যে কোন মানুষ যে কোন সময়ই করতে পারে,সেজন্য নিজের ভালোমন্দ যাচাইয়ের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে,দরকার হলে নিজের নিরাপত্তার স্বার্থে বৃদ্ধাশ্রমকেও বেচে নিতে পারেন,রাব্বুল আলামিন সুন্দর এই পৃথিবী সৃষ্টি করেছেন নির্ধারিত হায়াতে উপভোগ ও উপলব্ধির জন্য,মানসিক বিকারগস্ত হয়ে নিজের হাতে নিজের আত্মহত্যার মতো নারকীয় তান্ডব ঘটানোর জন্য নয়,,,,

Loading