নোয়াখালীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস ও র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ , মার্চ ৪, ২০২২

ইফতেখাইরুল আলম,

নোয়াখালী সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বিশ্ব বন্যপ্রাণী দিসব পালন করা হয়েছে।এই দিবসটি উপলক্ষে জেলার বিভিন্নস্থান থেকে উদ্ধারকৃত পাঁচটি পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে পাখি-গুলিকে অবমুক্ত করেন জেলা প্রশাসক এবং বিভাগীয় বন কর্মকর্তাসহ উপকূলীয় বন বিভাগ। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপকূলীয় বন বিভাগ নোয়াখালী জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে ও হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সদর উপজেলা ভিত্তিক বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Loading