সোমালিয়ায় জলদস্যুদের হাতে আটককৃত দুই বাংলাদেশীকে ফিরিয়ে দিতে পরিবারের দাবী

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , মার্চ ১৬, ২০২৪

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টার

 

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ এর ২৩ জন নাবিকের মধ্যে নোয়াখালীর দুইজন রয়েছেন। তাদের একজন হলো নোয়াখালীর চাটখিল উপজেলার সিংহ বাহুরা গ্রামের মোহাম্মদ সালেহ আহমেদ।তিনি জাহাজে একজন যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন,সালেহ আহমেদ ঐ গ্রামের মৃত সাখায়াত উল্ল্যাহর ছেলে।পরিবারে চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। অপরজন হলেন,মোহাম্মদ আনোয়ারুল হক রাজু জাহাজে নাবিক হিসেবে কাজ করতেন তিনি।আনোয়ারুল হক রাজু নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে। সালেহ আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী ও তিন মেয়েসহ তার পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তার এ প্রতিবেদককে জানান,গত বুধবার সকাল ৭টার দিকে একটি অজ্ঞাত ফোনে সালেহ ফোন করেন।প্রায় দুই মিনিট কথা বলার পর,তিনি সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ করেন।  অপরদিকে এ খবর রাজুর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকে পরিবারের লোকজন চরম উৎকণ্ঠা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।কান্না আর কান্নায় একাকার রাজুর পরিবারের সদস্যরা।তার মা যেন তার ছেলের জন্য বেহুশ হয়ে যাচ্ছে। রাজুর বাবা আজিজুল হক মাস্টার বলেন, রাজু বিগত সাত বছর যার্বৎ জাহাজে নাবিকের কাজ করত।সে গত বছরের জুলাই মাসে ছুটি পেয়ে রাজু দেশে আসেন।গত ৪ মাস আগে সে আবার জাহাজে কাজে ফিরে যায়।

Loading