রামগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২১, ২০২২

রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সারাবিশ্বের ন্যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহিদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় রামগড়ে উদযাপিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে বৃষ্টি উপেক্ষা করে রাত ১২টা১ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,বিএন পি ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ,রামগড় থানা, রামগড় পৌরসভা,রামগড় প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড,লেডিস ক্লাব,হর্টিকালচার সেন্টার,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম,বাজার পরিচালনা কমিটি, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।পরে সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।শেষে শহীদ মিনার প্রঙ্গনে শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত,এসিল্যান্ড উম্মে হাবিবা মজুমদার, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃশামসুজ্জামান,রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সাংবাদিক, নিজাম উদ্দিন লাভলু, শুভাশিস দাস,ফয়েজ আহমদ মিলন,বাহার উদ্দিন, মোঃ মোজাম্মেল হোসাইন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী প্রমূখ।
এছাড়া দিবসটি উদযাপনের অনুষ্ঠানমালায় রয়েছে সকল সরকারী -আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা ।

Loading