ধামরাইয়ে তীব্র তাপদাহে ও বিদ্যুৎ লোডশেডিং কারণে চার্জার ফ্যান ও চার্জার ব্যাটারি বিক্রির ধুম

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , এপ্রিল ৩০, ২০২৪

 

ধামরাই উপজেলায় টানা ১ মাস ধরে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে হাঁপিয়ে উঠেছে মানুষ । তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা চরম বিপাকে পড়েছে। তীব্র রোদের কারণে তারা কাজ করতে দুঃসাধ্য হয়ে পড়েছে। তীব্র গরমের সাথে চরম বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। দিনরাত ভ্যাপসা গরমে মানুষ অস্থির হয়ে উঠছে। একদিকে গরম অন্যদিকে বিদ্যুৎ লোডশেডিং। তীব্র গরম ও বিদ্যুৎ লোডশেডিং কারণে ধামরাই উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে চার্জার ফ্যান ও চার্জার ব্যাটারি বিক্রি ধুম পড়ে গেছে। সেই সাথে নষ্ট চার্জার ফ্যানগুলো ঠিক করার জন্য ভীড় করছে ইলেকট্রনিক্স মেকানিকদের কাছে মানুষ ।এ প্রসঙ্গে ধামরাই বাজার টিভি ইলেকট্রনিক্স মেকানিক প্রাণ গোপাল কৃষ্ণ বলেন, তীব্র গরম ও বিদ্যুৎ লোডশেডিং কারণে চার্জার ফ্যান ও চার্জার ব্যাটারি দেদার বিক্রি হচ্ছে ও সেই সাথে নষ্ট চার্জার ফ্যান ঠিক করার জন্য আমরা এখন ধুম পাচ্ছি না।এদিকে আকাশে কোন মেঘের ছায়া ও বৃষ্টি দেখা নেই । খাঁ খাঁ রোদে মানুষ এখন হাসঁফাসঁ হয়ে ও তীব্র গরমের হাত থেকে রক্ষায় মানুষ রাস্তা ঘাটে থেকে ঠান্ডা পানির শরবত পান করে নিবারণ করছে প্রাণ জুড়ানোর জন্য। এখন মুদি ও ফাস্টফুড দোকানে কমল পানি ও আইসক্রিম দেদার বিক্রি হচ্ছে।

Loading