নোয়াখালীতে ডায়াবেটিস হাসপাতালে প্রতিষ্ঠাতা আলহাজ্ব সিরাজুল ইসলাম আর নেই।

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ , নভেম্বর ১০, ২০২১

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

নোয়াখালীর কৃতি সন্তান মজিদ হাজী বাড়ির মহুরুম মন্তাজ মিয়ার ছোট ছেলে বিশিষ্ট্য শিল্পপতি ও নোয়াখালী ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা,জিটি টায়ার সহ কয়েকটি গার্মেন্টস,ব্যাংক,বীমা প্রতিষ্টানের মালিক। আলহাজ্ব সিরাজুল ইসলাম(৮০)তিনি গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮ টায় ঢাকা বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন)তিনি একজন ভালো মনের অসাধারণ মানুষ ছিলেন এবং প্রকৃত অর্থে তিনি গরীব দুঃখী মানুষের কল্যানে সর্বক্ষন নিজেকে নিয়োজিত রাখতেন।আজ শনিবার সকাল ১০টায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিডিএ এলাকায় এবং বাদ আসর নোয়াখালী মাইজদী বাজারস্থ অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে।পরে জানাজা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি ১ ছেলে ২ মেয়ে স্রী সহ অগণিত আত্মীয় স্বজন রেখে যান।মরহুমের আত্তার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করেন,জেলা জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন।

Loading