আমেরিকা প্রবাসী কবি ডা: প্রণয় রোজারিও এর অসাধারণ কবিতা “ক‌বি অথবা আসা‌মি”

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৬, ২০২১

ম‌নের আন‌ন্দে ক‌বিতার ম‌তো

ক‌রে শব্দ সাজাই।

শব্দমৈথুন শে‌ষে বীর্যপা‌তের পুলক অনুভব ক‌রি।

সব সঙ্গম ‌যেমন প‌রিণত হ‌য়ে স্খলন ঘটায় না,

তেম‌নি সব ক‌বিতায় আ‌মি প‌রিণত,

সেটা বলা যায় না।

 তোমরা নিশ্চয় বল‌বে, আ‌মি অশ্লীল!

শোভা দে’র ক‌ণ্ঠ বল‌ছি অশ্লীলতা সাহিত্যে নয়,

থাকে পাঠকের মনস্তত্ত্বে।

যখন বিকৃত যৌন আকাঙ্খা

ও যৌন হতাশায় এক‌টি গোটা দেশ বুঁদ হ‌য়ে থা‌কে

যৌন ঈর্ষায় যখন এক‌টি গোটা জা‌তি তখন ধ‌র্ষিত হয়

শতবর্ষী বৃদ্ধা গাছ

অপ্রাপ্ত বয়স্ক ই‌লিশ

স্কু‌লের মাঠ এমন‌কি গণ‌সৌচাগার!

যখন নদীগু‌লো‌কে র‌ক্ষি‌তা বানায়

তোমরা তখন কোথায়?

বরং কুকু‌রের প্রেম দেখ‌লে তে‌ড়ে যাও।

সদ্য প্রসবা মা‌য়ের দুগ্ধবতী উপচে পড়া

স্ত‌নের দি‌কে আড় চো‌খে কি দে‌খো

হে শি‌ক্ষি‌ত সভ‌্য মানুষ? ম‌নে ম‌নে কি মা‌পো?

তার সন্তান য‌থেষ্ট পু‌ষ্টি পা‌বে কিনা?

দালালে তোমা‌তে শুধু দুই চো‌খের দূরত্ব মাত্র।

আমার প্রতিবাদী শব্দ‌কে তু‌মি ছি‌ছি কর‌বে বল‌বে,

ম‌নের কথা ম‌নেই থাকনা মু‌খে বল‌তে হ‌বে

 কেন ক‌বিতায় লিখ‌তে হ‌বে

কেন তোমার চো‌খে

আ‌মি তখন অশ্লীলতার দা‌য়ে দ‌ণ্ডিত ক‌বি!

Loading